মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলাধীন সৈয়ারপুর রিয়াছত উল্লাহ সড়কস্থ আবাসিক এলাকায় জনৈক সৌদি প্রবাসী জালাল আহমেদ এর মালিকানাধীন ৭তলা বিশিষ্ট বিল্ডিং নির্মানে ঠিকাদার আব্দুল হালিম-এর নিকট ৫লক্ষ টাকা চাঁদা দাবী, মারধরের ভীতি প্রদর্শন, বিল্ডিং নির্মানের মালামাল রাখার টিন শেড দা দিয়ে কুপিয়ে ক্ষতিগ্রস্থসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে মৌলভীবাজার মডেল থানার পুলিশ। গত ২৭ মার্চ, মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট , ১নং আমলী আদালতে (সি আর মামলা নং- ১০১/;২০২৫ইং ( সদর)-এ কমলগঞ্জ উপজেলার ২নং পতনউষার ইউনিয়ন এর আব্দুল খালিক এর পুত্র মো: আক্কাছ মিয়া (৪৫)-কে অভিযুক্ত করে অনুসন্ধানী প্রতিবেদন দাখিল করেন। মামলার এজাহার সুত্রে জানা গেছে- জনৈক সৌদি প্রবাসী জালাল আহমেদ এর মালিকানাধীন শ্যামলী রোডস্থ আবাসিক এলাকায় ৭তলা বিশিষ্ট বিল্ডিং নির্মানে ঠিকাদার আব্দুল হালিম চুক্তিনামার মাধ্যমে ঠিকাদার নিযুক্ত হয়ে কাজ শুরু করেন। গত ২৫ জানুয়ারী সকাল ১১ ঘটিকার দিকে, বিবাদী মো: আক্কাছ মিয়া কয়েকজন অজ্ঞাতনামা লোক সাথে নিয়ে উক্ত কাজ বন্ধ করতে বলেন। এবং কাজ শুরু করতে হলে ৫লক্ষ টাকা চাঁদা দাবী করেন। এবং দাবীকৃত টাকা না দিলে প্রানে হত্যার হুমকি দেন। এ সময় ঘটনাস্থলে উভয়পক্ষের মধ্যে উত্তোজনা দেখা দিলে স্থানীয় লোকজন ঠিকাদার আব্দুল হালিম-কে উদ্ধার করে নিয়ে যান। সমুহ ঘটনাটি ভূমির মালিক সৌদি প্রবাসী জালাল আহমদ-কে অবগত করা হলে, তিনি এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আব্দুল হালিম-কে পরামর্শ প্রদান করেন। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার আব্দুল হালিম বাদী হয়ে- মো: আক্কাছ মিয়া (৪৫)সহ আরো অজ্ঞাতনামা ৩/৪জনকে আসামী করে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট , ১নং আমলী আদালতে (সি আর মামলা নং- ১০১/;২০২৫ইং ( সদর) দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য মৌলভীবাজার মডেল থানার পুলিশ-কে নির্দেশ প্রদান করেন। তার বিরুদ্বে জাল জালিয়াতি ও প্রতারণার অভিযোগ রয়েছে।
Leave a Reply